আশরাফুল ইসলাম গাইবান্ধা::
চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন গাইবান্ধার আইনজীবীরা। ২৭ নভেম্বর বুধবার গাইবান্ধা আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যৌথ উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা।
এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পিপি আব্দুল হালিম প্রমানিক, সাবেক সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম জিন্নাহ, আইনজীবী ঐক্য পরিষদের নেতা ও সাবেক বারের সাধারন সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জিপি আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবী সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, ছাহিদ আল আজাদ,এ্যাড. মিজানুর রহমান মিজান, হানিফ বেলাল, জাহাঙ্গীর হোসেন, আমিরুল ইসলাম ফকু, খন্দকার আল-আমিন অন্যান্যরা। এ সমাবেশটি সঞ্চালানা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান।