আহসান হাবীব নাহিদ ,স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে ২০২৪ সালের জুলাই- আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও শহীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে নভেম্বর বৃহস্পতিবার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ছাত্র – জনতার গণঅভ্যুত্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত ১০ জনের পরিবারের সদস্যদের অভ্যর্থনা প্রদান করা হয়।
এসময় স্মরণ সভায় সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন আব্দুল্যাহেল কাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুর ইসলাম মন্ডল, সাদুল্লাপুর থানার অফিসার মোঃ তাজউদ্দিন খন্দকার, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সামছুল হাসান ছামছুল, প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেল, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ তাজুল ইসলাম রেজা, গণঅভ্যুত্থানে আহত আমিনুল ইসলাম প্রমূখ সহ নিহত ও আহত পরিবারের সদস্যরা।