গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মো. গোলাম রব্বানী।
সংগঠনের জেলা সভাপতি মো. নুরুন্নবী প্রধানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলার সাবেক আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ডা: মো. আব্দুর রহিম সরকার, জেলা সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, উপদেষ্টা মো. জহুরুল হক সরকার, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, শ্রমিক নেতা আব্দুল মতিন, আলম মিয়া প্রমুখ। অনষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা নেতা মো. আবুল হাসান মুহা: নয়া মিয়া।
প্রধান অতিথি গোলাম রব্বানী তাঁর বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শ্রমিক ও মালিকদের মধ্যে বৈষম্যের পাহাড় সৃষ্টি হয়েছে। শ্রম আইন পরিবর্তন করা সময়ের চেষ্টা। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি শ্রমিকদের মুখে হাসি কেড়ে নিয়েছে। দেশে অশান্তি, বিদ্যমান ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। দেশে বৈষম্য দুর করতে হলে স্বৈরাচারের দোষরদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাতে হবে। তিনি ইসলামী শ্রমনীতি চালুর ব্যাপারে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই বলে উল্লেখ করেন।
শেষে নুরুন্নবী প্রধানকে সভাপতি ও আবু হাসান নয়া মিয়াকে সেক্রেটারী করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।