গাইবান্ধা প্রতনিধি
গাইবান্ধা জেলা শিবিরের ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার পিজ্জা টাইমস রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সংগঠন ঘোষিত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন,
ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য ছাত্র সংগঠনের এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বদলীয় ছাত্র-জনতা গাইবান্ধা নামে একটি প্লাটফর্মে সকল ছাত্র সংগঠন একত্রিত হয়ে আগামী দিনের জাতীয় কর্মসূচীগুলো বাস্তবায়ন করার বিষয়ে একমত হন। সভায় আরো সিদ্ধান্ত হয় ফ্যাসিস্টদের সকল অপচেষ্ঠা ও চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকল ছাত্র সংগঠন রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে। দেশকে গড়তে সবাই একসাথে কাজ করার বিষয়েও একমত হন।