গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা চেম্বারের উদ্যোক্তা বিষয়ক উপ-কমিটি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় চেম্বার সম্মেলন কক্ষে উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান।
উদ্যোক্তা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ প্রধান তমালের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ তৌহিদুর রহমান মিলন, নাসিব জেলা সভাপতি ইঞ্জি: মোঃ আমজাদ হোসেন, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সমপাদক মোঃ সাহিদাৎ দোহা চৌধুরী সুমন, বিসিক গাইবান্ধার বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তর সদরের সহকারী কর্মকর্তা হামিদুল ইসলাম, চেম্বার পরিচালক আলী কাওসার বাবুল, নাসিব পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মাহবুবা সুলতানা, প্রকৌশলী জানে আলম, শামসুজ্জামান মামুন, পরিচালক বেলাল হোসেন, সচিব সিফতান আহমেদ খান, সাজ্জাদুর রহমান, তাসলিমা আজম, হামিমা তন্নী, হোসনে আরা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসিব পরিচালনা পর্ষদের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।
সম্মেলনে জেলার ৭টি উপজেলা থেকে ১৫০ উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন। সম্মেলনে উদ্যোক্তাদের পরিচিতি পর্ব, বিশেষ উদ্যোক্তাদের সম্মাননা স্মারক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।