মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবের লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে বিএনপি র মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সভায় হয়েছে।
উপজেলা বিএনপি নেতা মনির আহমেদের সভাপতিত্বে ও মাস্টার জাফর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনিছ আহম্মদ হানিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য নুরুল হুদা পিন্টু, আনিছ আহম্মদ ভেন্ডার, ঢাকার রমনা থানায় শ্রমিক দলের যুগ্ম সাধারন সম্পাদক শামসুদ্দোহা লিটন, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুন্নবী চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমুখ।
কর্মী সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিটি নির্দেশনা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই মেনে চলতে হবেআল্লাহু আল্লাহু আল্লাহ। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে পাড়া মহল্লায় সবাইকে দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়ের ভাইদের প্রতি সহমর্মিতা, তাদের জান মালের নিরাপত্তা, তাদের উপর যেন কোন দুষ্কৃতিকারী কিছু করতে না পারে, সেদিকের সজাগ থাকার আহ্বান জানান।