গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে মঙ্গলবার বিকালে গাইবান্ধার দারুল আমান ট্রাস্টে জেলা জামায়াতের এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান সহ জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য এবং উপজেলা আমীর ও সেক্রাটারি গণ। সভাটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক সরকার।
সভায় জেলা জামায়াতের কর্মপরিষদ, উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারী, ছাত্র শিবির সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।