গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামের মসজিদ কমিটি কে কেন্দ্র করে নিহত সাইদুল ইসলাম কিনু মিয়ার হত্যাকারী সহ জড়িত সকল আসামি দের গ্রেফতার ও আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে এলাকাবাসীর আয়োজনে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মালাধর উত্তর পাড়া নামক স্থানে অনুষ্ঠিত এ মানব বন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন গ্রামবাসীর পক্ষে আব্দুল মতিন, আনিসুর রহমান, নিহত কিনু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম, নিহতের মা ও মেয়ে জেমি খাতুন।
নিহত কিনু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম এ সময় বলেন, আমার স্বামী একজন দরিদ্র রিক্সাচালক, এই আয় দিয়ে আমার ৩ মেয়ে নিয়ে কষ্টে দিনানিপাত করি।
ঘটনার দিন আমার স্বামী মসজিদে নামাজ পড়তে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করায় তাকে নির্মম ভাবে মাথায় আঘাত করে ঘটনাস্থলেই মেরে ফেলে।
আসামী মজিদুল সহ সকল কে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তিনি।
বক্তারা এ সময় হত্যাকান্ডের মূল আসামি মাজিদুল সহ সকল আসামি দের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গ্রামের রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়।
এতে শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।