![](https://firstbanglanews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কামদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
![](https://firstbanglanews.com/wp-content/uploads/2023/12/20231206_175311.gif)
গত ৩ ডিসেম্বর বিকালে জাতীয়তাবাদী ছাত্রদল গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নূরুল হক ডিগ্রী কলেজ মাঠে কামদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জুলফিকার ইসলামের সভাপতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হক। বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন-সম্পাদক কাওছার মাহমুদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক জামিল হোসেন মোরসালিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম,বিশেষ বক্তা : গাইবান্ধা জেলা ছাত্রদলেরসাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি ও সদস্য সচিব মনির সরকার ।উক্ত অনুষ্ঠানটি র্সাবিক সঞ্চালনায় ছিলেন কামদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ । এছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন কামদিয়া ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি মোঃ আলম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বিন্দু ইউনিয়ন ছাত্রদল নেতারা কলেজ ছাত্রদল নেতারা প্রমূখ।