
মোঃমোমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুর তালীমুল ইসলাম স্কুল এন্ড মাদ্রাসায় কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ইসলামী রীতি মেনে শিক্ষার্থীর মায়েদের অংশগ্রহণে পিঠা উৎসব পালিত হয়েছে।
দিনাজপুরে এই প্রথম কোন মাদ্রাসায় ইসলামী রীতি-নীতি মেনে পিঠা উৎসব পালিত হল।
দিনব্যাপী ঈদগাহ আবাসিক এলাকায় তালীমুল ইসলাম স্কুল এন্ড মাদ্রাসার ক্যাম্পাস শিক্ষার্থী, অভিভাবক, দর্শনার্থী ও শিক্ষকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে পিঠা উৎসবে।
উৎসবে পর্দা মেনে শিক্ষার্থীদের মায়েরা পিঠার স্টোল দেন। সব রকম পিঠার উপস্থিতি ছিল দারুণ চমক। শিক্ষার্থী, অভিভাবক,ও শিক্ষক ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা পিঠা স্টোল গুলোতে ভীড় জমায়। দর্শনার্থী ও অভিভাবকেরা অনুপ্রাণীত হয়েছেন। পিঠা উৎসবে আসা দর্শনার্থীরা একে অপরকে বলতে শোনা যায় যে, এই প্রথম আমরা কোন সাদ্রাসায় পিঠা উৎসব দেখলাম। তারা এই মাদ্রাসায় আরবি, বাংলা ,গণিত,ইংরেজি সব বিষয়ে পাঠদানের পাশাপাশি আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরছেন। আমরা এ ধারণের আয়োজনকে সাধুবাদ জানাই।
মাদ্রাসর হেড অফ অপারেশন, ফারদিন আকরাম বলেন, আমরা শুধু কিছু সামাজিক সংগঠন ও জেনারেল লাইনের স্কুল কলেজে পিঠা উৎসব আয়োজন করতে দেখি। কিন্তু মাদ্রাসা গুলেঅতে এধরণের আয়োজন করা হয়না। দিনাজপুরে আমরাই প্রথম ইসলামী রীতি মেনে শিক্ষার্থীর মায়েদের অংশগ্রহণে পিঠা উৎসব পালন করলাম। শিশুদের বিকশিত করতে ইসলামী রীতি মেনে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা, বাংলার বিভিন্ন উৎসব যে সুন্দর ভাবে পর্দ মেনে পালন করা যায় আজকের এই আয়োজন তার প্রমাণ। তিনি বলেন, সাড়াও মিলেছে ব্যাপক।
এই উৎসবে বিভিন্ন প্রকার পিঠা ছাড়াও শিশুদের জন্য চিল দোলনা, ইসলামি গানের ব্যবস্থা।