গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা ইজতেমায় আগত ধর্মপ্রাণ সকল মুসল্লিদের সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার ইজতেমা সংলগ্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যামপ ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা য়েছে। ফ্রি মেডিকেল ক্যামেপর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক।
এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক জানান, ৫, ৬ ও ডিসেম্বর ৭ তারিখ ইজতেমার মাঠে প্রয়োজনীয় ঔষধ সহ একজন চিকিৎসক সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করবেন।