গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৬,৭,৮ও৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ স্থানীয় তেতুল তলী বাজারে অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হরিরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলাম সরকার।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জননেতা অধ্যাপক আমিনুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শের শাহ সরকার বিমান,।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মাষ্টার , সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম,৭নং ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন,
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, বিএনপি নেতা ছলিম ব্যাপারী , সাবেক যুবদলের সভাপতি গোলাম আজম রন্জু সাবেক যুবদলের সভাপতি শফিকুল ইসলাম,সাবেক যুবদলের সাধারন সম্পাদক আব্দুস সামাদ , ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর্জা তৌহিদ বেগ, সদস্য সচিব জাহাঙ্গীর, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক এলিন, সদস্য সচিব মেহের মিয়া,ওলামা দলের সভাপতি বেলাল , সাবেক ছাত্রদল সভাপতি জিল্লু মিয়া, সাধারণ সম্পাদক একরামুল হক, বিএনপি নেতা মামুন সাবেক ছাএনেতা, তৌফিক, আইনুল বাসার,শ্রমিকদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, শ্রমিক দল নেতা আনারুল ইসলাম, ছাত্রদলের সভাপতি সুমন সরকার, সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।