আহসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ বাস্তবায়নে সাদুল্লাপুর উপজেলার ” উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ই ডিসেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন সাদুল্লাপুর এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO) এর আয়োজিত এ মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, মহাপরিচালক পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) পানি সম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ লুৎফর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (পরিকল্পনা) ওয়ারপো বদরুল হাসান লিটন।
এসময় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ওয়ারপো মোহাম্মদ আলমগীর এর উপস্থাপনায় সারাদিন ব্যপী এই মতবিনিময় কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।