মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল জোন ২ এর অধীনে মোহাম্মদপুর ইউনিয়ন, পাঁচগাও ইউনিয়ন ও বদলকোট ইউনিয়নের এর অর্থনৈতিক শুমারী ২০২৪ এর মূল শুমারীর সুপারভাইজার ও গণনাকারীগণের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে।
রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর এমএ হাসেম উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। গত ৫-৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত।
গত ৫ডিসেম্বর সকালে অর্থনৈতিক শুমারী জোন ২ এর উদ্বোধন করেন চাটখিল উপজেলা পরিসংখ্যান বিভাগের প্রধান কাজী নজরুল ইসলাম।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার। প্রশিক্ষণের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওমর ফারুক, আইটি প্রশিক্ষক আরিফ।
উক্ত অর্থনৈতিক শুমারি ২০২৪এর মাঠ পর্যায়ে গণনাকারীগণ শুমারি কার্যক্রম শুরু হবে আগামী ১০ডিসেম্বর থেকে চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।