গাইবান্ধা প্রতিনিধি
‘তথ্যই শক্তি জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই শেস্নাগান নিয়ে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে সোমবার থেকে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরম্ন হয়েছে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এই মেলার আয়োজন করে। বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম।
পরে স্বাধীনতা প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটির সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময়, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, সনাক সাবেক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। মেলায় ৪১টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।
………………………………………………………….
গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
গাইবান্ধা প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে তারম্নণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধা রংপুর দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার কাচারী বাজার এলাকায় মানববন্ধন ও স্বাধীনতা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে স্বাধীনতা প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, রংপুর দুদুকের সহকারী পরিচালক একেএ নূরে আলম, সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম, সনাক সাবেক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।
…………………………………………………………….
গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালন
গাইবান্ধা প্রতিনিধি
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সোমবার গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামন থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, এনজিও প্রতিনিধি জয়া প্রসাদ, জয়িতা নারী শেফালী বেগম, শংকরী রাণী, রাবেয়া খাতুন, এমেলী হেমরম, হোসনে আরা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।