
আবু বকর ছিদ্দিক রনি, যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রাম থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সোনিয়া খাতুন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ১০ডিসেন্বর রাত১২টার সমায় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোনিয়া খাতুন ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আকমান মীরের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ সোনিয়া কে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024