বেরোবি প্রতিনিধি,মুনতাসিম সরকার সৌরভ:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে গবেষণায় গুরুত্ব দিতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা যুযোপযোগী করতে পারলে অদূর ভবিষ্যতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকবে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার এন্ড প্রসপেক্ট অব বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান। তিনি বলেন, মহিয়সী বেগম রোকেয়ার নামে নামকরণ করা এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গকে আলোকিত করছে। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভাগগুলিতে অন্তত শতকরা ২০ ভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সনদ থাকলে সেটিকে ভালো মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়। এটি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রচেষ্টা ও পরিকল্পনা থাকা জরুরি।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024