গাইবান্ধা প্রতিনিধুঃ
“সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান” এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকল ধর্মাবলম্বীদের সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের চারমাথা মোড়ে থানা পুলিশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার, হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফন্টের আহবায়ক দেবাশীষ চাকী কাজল, সদস্য সচিব গোবিন্দ কুমার দাস, খৃষ্টান সম্প্রদায়ের নেত্রী এ্যামিলি হেব্রম, গোবিন্দগঞ্জ নাটমন্দির কমিটির নেতা গোবিন্দ সাহা, সাংস্কৃতিক কর্মী তনু রায়, গীতা রানী, মামুন শেখ প্রমুখ। সমাবেশ শেষে একটি সম্প্রীতি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গোবিন্দগঞ্জ উপজেলায় বিভিন্ন ধর্মের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে দীর্ঘকাল ধরে একসঙ্গে বসবাস করে আসছে উল্লেখ করে বক্তারা এই সম্প্রীতি বিনষ্টের দেশি-বিদেশি সব চক্রান্ত প্রতিহত করতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে থানা পুলিশের এই আয়োজন।