
আশরাফুল ইসলাম গাইবান্ধা::
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় আটঘরিয়া, পাচগরগড়িয়া, বড়াইকান্দি গ্রামে পরিবেশ দূষণ রোধে ৩ টি স্পটে ১৮ টি অবৈধ কয়লার কারখানার চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার সহকারি কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের টিম ও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাসহ সর্বসাধারণ মানুষ এসব অবৈধ কয়লা কারখানার চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় অবৈধ কয়লা কারখানার মালিক ও কর্মচারিরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।
এ বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী তিনি জানান,অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024