
গাইবান্ধা প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলার শাখা সম্মেলন আগামী ১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা আহ্বায়ক কমিটির প্রস্তুতি সভা আজ ১৩ই ডিসেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায় সাপ্তাহিক অবিরাম পত্রিকা কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা আহবায়ক কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য সাজাদুর রহমান সাজু সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলাা সভাপতি জিল্লুর রহমান সরকার, অবিরাম পত্রিকার সম্পাদক হারুনুর রশীদ বাদল, গাইবান্ধার বুকে পত্রিকার সম্পাদক শামসুজ্জোহা,আব্দুল কাফি সরকার, ফয়সাল আহমেদ জনি,সালাউদ্দিন কাশেম,আবু কায়সার শিপলু,শাহিন মিয়া নূরী,আনসারউল্লাহ রিজওয়ান,জাফর ইকবাল রানা,,ওমর ফারুক রনি, ইয়ামিন হাসান, ওমর ফারুক চৌধুরী সহ নেতৃবৃন্দ।।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024