নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ
যথাযোগ্য মর্যাদায় সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দেশের
নোয়াখালী কবির হাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।দিবসটি উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানসহ কবির হাট পৌরসভাও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মর্সূচি পালন করা হয়।
আজ সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুম বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা সহকারী ভূমি নিগান সুলতানা, কবিরহাট থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইয়াসিন, নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের অর্থ বিষয়ক সম্পাদক ও দিদারুল আলম (মিলন) মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ প্রমুখ।
এতে বক্তারা বলেন, এই দিনটি বাঙালি জাতির জীবনে একটি বেদনাময় দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ শুরু করে এবং পাকিস্তানিরা যখন তাদের অনিবার্য পরাজয় উপলব্ধি করে তখন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণীর পেশার মেধাবী মানুষদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।
স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা ও নতুন রাষ্ট্রকে মেধাশূন্য করার ষড়যন্ত্র বাস্তবায়নে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মেধাবী মানুষদের চোখ বেঁধে ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতি যাতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাঙালির শ্রেষ্ঠ এইসব সন্তানদের করে হত্যা করা হয়।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024