গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার নাগরিক সংগঠন জনউদ্যোগ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। শনিবার দিবসটি উপলক্ষে অবলম্বন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
জনউদ্যোগের সভাপতি লেখক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা করেন, পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী , সনাক-গাইবান্ধার সহ-সভাপতি জিয়াউল হক কামাল, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোর্শেদ হাসান দীপন, রাজনৈতিক কর্মী মিতা হাসান, উন্নয়ন কর্মী রবিউল ইসলাম রানু, শিক্ষক আহাদুজ্জামান রিমু, অশোক সাহা, সোমা ইসলাম, খিলন রবিদাস, মৈত্রেয় হাসান জয়িতা, আদিবাসী প্রতিনিধি সুরভী মার্ডি, সাবেক কাউন্সিলর সাজেদা পারভীন রুনু, নারী নেত্রী মাজেদা খাতুন ও নাজমা বেগম।
বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অমূল্য ভূমিকা, শহিদ বুদ্ধিজীবীদের অবদান ও তাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে এ দিবসটি পালন গুরুত্ব অপরিসীম।