জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বাংলাদেশ জার্নি টুয়ার্ডস হিউমান রাইটস: রোল অফ দ্য ইউথ’ শীর্ষক মানবাধিকার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ভার্চুয়াল কনফারেন্স রুমে হিউম্যান রাইটস সোসাইটি, জবির আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান আলোচক অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুমসংক্রান্ত কমিশনের অন্যতম সদস্য, মানবাধিকারকর্মী নূর খান লিটন বাংলাদেশে মানবাধিকার যাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। এছাড়াও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম আলোচনা করেন ‘মানবাধিকার বিষয়ক মৌলিক ধারণা ও যুবসমাজের ভূমিকা’ এর উপর। আর আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম আলোচনা করেন বাংলাদেশের সংবিধান, মানবাধিকার আইন এবং সমসাময়িক প্রাসঙ্গিকতা নিয়ে।
সেমিনারের আয়োজকরা জানান, সেমিনারের মূল উদ্দেশ্য ছিল মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, এর ঐতিহাসিক বিকাশ নিয়ে আলোচনা, এবং নতুন প্রজন্মকে মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করা। সেমিনারে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের কাছ থেকে মানবাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন কৌশল শিখেছেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি আলোচকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রাসঙ্গিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।