গাইবান্ধা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইলট হাইস্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা পরিদর্শন করেন সাদুল্লাপুর ভুমি কর্মকর্তা ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন, সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিউল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব প্রমুখ।
মেলায় উদ্দোক্তাদের তৈরিকৃত পণ্য প্রদর্শনী ও বিক্রয় করা হয়। বিজয় দিবস উপলক্ষে এবং প্রচারের জন্য সিমিত লাভে পণ্য বিক্রয় করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি, যুব উন্নয়ন অধিদপ্তর আর.কে হাউজ, বেন্ড দ্যা ট্রেন্ড সহ প্রায় ১৫ টি স্টল মেলায় প্রদর্শনী হিসেবে দেওয়া হয়।
আর.কে হাউজ স্বর্তাধিকারী মোছাঃ রিপন বেগম, ফাবিহা বুশরা শাপলা , বেন্ড দ্যা ট্রেন্ড- শাম্মী আক্তার সাথী, মিসকাতুন আক্তার বিপর্ণা, তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য মেলায় প্রদর্শনী করেন। এসময় আর.কে হাউজ স্বর্তাধিকারী মোছাঃ রিপন বেগম বলেন- আমাদের আর. কে হাউজ সংগঠনে প্রায় ৪০ জন মহিলা কাজ করে তাদের সংসার পরিচালনা করছে। যদি সরকারি বেসরকারি ভাবে আমরা সহযোগিতা পাইতাম তাহলে বেকার সমস্যা দূরকরণসহ অর্থনৈতিক উন্নয়নে আরো ভুমিকা রাখতো আমাদের সংগঠন। যাহারা এই পণ্য ক্রয় করতে ইচ্ছুক তাহারা সাদুল্লাপুর পশ্চিম পাড়ায় আর.কে হাউজ যোগাযোগ করার জন্য আহবান করেন তিনি।