
গাইবান্ধা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার গাইবান্ধা স্বাধীনতা প্রাংগনে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর মেলার স্টল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল করিম।

এসময় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা সহকারি সেক্রেটারী আল আমিন বাবু, নাসিব জেলা সভাপতি প্রকৌশলী মো: আমজাদ হোসেন, সহ-সভাপতি মো: শফিকুল ইসলামসহ অন্যান্যরা।
মেলায় সন্ধ্যার পর উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। এই মেলায় ৫৫টি বসানো হয়েছিল।