বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাংলাদেশের শিক্ষকরা সমিতি, ছাত্ররা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে : মির্জা গালিব

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১৮, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

জবি প্রতিনিধি:

বাংলাদেশে শিক্ষকরা সমিতি নিয়ে এবং ছাত্ররা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। একজন ভালো ছাত্রকে একজন ভালো শিক্ষকের সাথে বটতলায় বসালেও সেখানে শিক্ষা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন; প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশস্ত করা বিষয়ক সেমিনারে মির্জা গালিব এসব কথা বলেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডিপেলপমেন্ট কনসোর্টিয়াম’ (আইআরডিসি) কর্তৃক আয়োজিত বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন; প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশস্ত করা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান উপস্থাপক হিসেবে ছিলেন ড. মির্জা গালিব, সহকারী অধ্যাপক হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, নৈতিকতার সবচেয়ে বড় উৎস হলো ধর্ম। পশ্চিমারা দর্শন নিয়ে গবেষণা করতে গিয়ে ধর্ম থেকে দূরে সরে গিয়েছে। আমরা তাদেরকে অনুসরণ করতে গিয়ে তাদের মতোও হতে পারিনি আবার নিজেদের সংস্কৃতি থেকে দূরে সরে গিয়েছি। মানুষকে তার নৈতিকতার বিষয় থেকে কখনই দূরে সরানো যাবে না। নিজের মস্তিষ্ককে কোনো ছোট স্বার্থের জন্য আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষায় সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষাখাতে বরাদ্দ কম। আমাদের ছাত্র এবং শিক্ষকের সবচেয়ে বড় রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধিতে কাজ করা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো- আমরা দীর্ঘমেয়াদি বড় জাতীয় সমস্যা সমাধান না করে স্বল্পমেয়াদি ব্যক্তিগত সমস্যা নিয়ে পরে থাকি। আমাদের তরুণ প্রজন্ম যদি প্রতিযোগিতামূলক যোগ্যতা অর্জন এবং জাতীয় স্বার্থকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে নিয়ে কাজ করে তাহলে আমাদের উন্নয়ন সম্ভব। বর্তমানে মানুষ সামাজিক এবং প্রকৃতিক পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছে । কারণ মোবাইলের মাধ্যমে সে ঘরে বসেই সবকিছু পেয়ে যাচ্ছে। আর এই দূরে সরে যাওয়ার কারণে সে সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাচ্ছে।

ইসলাম শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, বিগত সরকারের আমলে যোগ্যদের মূল্যায়ন করা হতো না। যেই কারণে ইসলাম শিক্ষা বিভাগে যে শিক্ষককে নিয়োগ দেওয়া হয় সে কোরআন পর্যন্ত পড়তেও জানতো না। এখন সময় এসেছে দলমত নির্বিশেষে সত্যিকারের মেধাবীকে মূল্যায়ন করার।

আইআরডিসি এর সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাহ হুসাইন বলেন, আমরা এটি প্রতিষ্ঠা করেছি যেনো বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্ম বৃদ্ধি করতে পারি। একটা জাতির উন্নয়নের জন্য গবেষণা অবশ্যক,আমার আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজ এগিয়ে নিতে চাই।প্রত্যেক শিক্ষার্থী এখানে গবেষণা কর্ম করতে পারবে।

এছাড়াও অধ্যাপক ড. এ.জে. সালেহ আহমেদ, রসায়ন বিভাগ। অধ্যাপক ড. মোহাম্মদ আবু লায়েক, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক, প্রক্টর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারের শেষে একটি প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়।যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ কর্তৃক আসা প্রশ্নের উত্তর দেন আলোচক ড. মির্জা গালিব।।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নব নির্বাচিত সভাপতি ও মহাসচিব কে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে জেলা পরিষদ প্রদত্ত খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

স্বেচ্ছায় ২১ তম রক্তদান সাংবাদিক ইমন মিয়া’র  

ফুলছড়িতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

বৈষম্য বিরোধী আন্দোলনে রাহুল হত্যার ঘটনায় সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৩১ জনের নাম উল্লেখ করে আরও একটি মামলা

গাইবান্ধায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

সাঘাটায় ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

স্নাতকোত্তর সম্পন্ন ও অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

নেত্রকোনায় পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

দিনাজপুরে এক মাদক কারবারি গ্রেফতার