
গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সম্মেলন সাপ্তাহিক অবিরাম পত্রিকার কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাহিন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরম্নল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সাধারণ পরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম। সংস্থার সদস্য হারম্ননুর রশিদ বাদলের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আব্দুল কাফি সরকার, শাহীন নুরী, জিল্লুনুর রহমান সরকার, সোলায়মান আলী, আসাদুজ্জামান রুবেল প্রমুখ।
সম্মেলনে হারুন অর রশিদ বাদল সভাপতি, মোঃ সাজাদুর রহমান সাজু সাধারণ সমপাদক ও সালাউদ্দিন কাশেমকে সাংগঠনিক সমপাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়ির সহ-সভাপতি মোঃ আব্দুল কাফি সরকার, সহ-সভাপতি মোঃ শামছুজোহা, সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান সরকার, যুগ্ন সাধারন সমপাদক শাহিন আলম, মোঃ ফয়সাল রহমান জনি, সাংগঠনিক সমপাদক এ.কে.এম সালাউদ্দিন কাশেম, সহ-সাংগঠনিক সমপাদক ওয়াজেদ আলী, আবু কায়সার শিপলু, অর্থ সমপাদক মোঃ আসাদুজ্জামান রুবেল, দপ্তর সমপাদক মোঃ শফিকুল ইসলাম বাবু, প্রচার ও প্রকাশক বিষয়ক সমপাদক মো: শাহীন নুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমপাদক মোঃ ওমর ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সমপাদক মোঃ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সমপাদক: মো: আনছারুজ্জামান রেজুয়ান, ধর্ম বিষয়ক সমপাদক মোঃ ওমর ফারুক রনি, কার্যকরী সদস্য- অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, আবুল কালাম আজাদ, শফিউল ইসলাম, জাফর ইকবাল রানা, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, মোঃ মারুফ হোসেন চৌধুরী, মোঃ সাদেকুল ইসলাম রুবেল, মোঃ সোলায়মান আলী, মোঃ আব্দুল মাজেদ মাজু।