
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল হক’র দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় বিউগলে করুন সুর বাজিয়ে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। দ্বিতীয় ধাপে গার্ড অব অনার প্রদান করেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রায়হান এর নেতৃত্বে একটি চৌকস দল।
জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024