গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম মোশারফ হোসেনের আত্মার মাগফেরাত কামনা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের ২নং ট্রাফিক মোড়ে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নে নিজস্ব কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিজেএমসি জামে মসজিদের পেশ ইমাম আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মজনু, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন, বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক কাওসার শাহ মাহমুদ সাগর, সদস্য সচিব জিয়াউর রহমান সুমন, রফিকুল ইসলাম, আশরাফুল আলম মিলন, শাহ আলম, মিন্টু মিয়া, ওয়াসিম আলম, আব্দুল হাই মোল্লা, মমিন খান, প্রদিব, সাজু মিয়াসহ অন্যরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মোশারফ হোসেনের বার্ধক্য জনিত কারণে, ঢাকায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করেছেন। শহরের থানাপাড়ার মৃত্যু হাজী মোজাহার আলী সরকারের সপ্তম পুত্র ছিলেন তিনি।