লালমনিরহাট প্রতিনিধিঃ
আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) সাবেক জেলা আহবায়ক আসাদুজ্জামান আসাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আজ ২৩ডিসেম্বর (সোমবার) বিকেলে হাতীবান্ধা উপজেলার নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান আসাদ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা আমীর প্রভাষক হাছেন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য ডাঃ জাহাঙ্গীর আলম নিরো প্রমূখ।