গাইবান্ধা প্রতিনিধি
গত ২০ ডিসেম্বর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে ঘোষণা করা হয়। পরবর্তীতে জানতে পারি মোছাঃ আরজিনা পারভিন চাঁদনী অন্য একটি দলের আদর্শে বিশ্বাসী, যার ফলে বিভিন্ন মহলে আপত্তি উত্থাপিত হয়। বিষয়টি তদন্ত পূর্বক সত্যতা পাওয়া গেলে দলের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হলে পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করার জন্য নির্দেশ দেন। ফলে দলের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল কমিটি গত ২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বলে জানা গেছে।