গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নাকাই ইউনিয়নের ডমুরগাছা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে ও হরিরামপুর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিনের ভোগ দখলকৃত বসত ভিটার লাগানো পুরাতন গাছপালা কর্তন,ও প্রান নাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবারটি। গোবিন্দগঞ্জ থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২৩/০৩/২০২২ইং অবসর প্রাপ্ত শিক্ষক নিজাম উদ্দিন মন্ডলকে নাকাই ইউনিয়নের ডমুরগাছা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ওমর ফারুকের নির্দেশে মৃত রুহুল আমিনের ছেলে রাব্বি মন্ডল, মৃত আইয়ুব আলীর ছেলে ইছাহাক মন্ডল, রাজা মিয়া গংরা দেশীয় অস্ত্র,লাঠি সোটা নিয়ে মারপিট করে হত্যার চেষ্টার ঘটনায় একটি গোবিন্দগঞ্জ থানায় ৪১/৩১নং মামলা দায়ের হয়। সেই মামলার ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে উক্ত বিবাদীরা নতুন করে গত ১০/০২/২০২৩ইং তারিখে চলাচলের রাস্তা বন্ধসহ খুন জখমের হুমকি দিলে থানায় জিডি করা হয়। এঘটনার পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তি ঘটনা মিমংসার জন্য বসলে সেখানে তারা শালিস-মীমাংসার না মানিয়ে ফের গত ০৭/১১/২০২৪ইং তারা অকথ্য ভাষায় গালিগালাজ ,গাছ,পালা কর্তন,খুন,জখমের হুমকি ধামকি দিতে থাকে, এঘটনার অভিযোগ দায়ের হলে থানার পরামর্শে গত ২২ ডিসেম্বর দু-পক্ষ থানায় বসে সিদ্ধান্ত হয়, যে দু-পক্ষের সার্ভেয়ারের উপস্থিততিতে জমি জমা মাপ জোগ করতে হবে। ২৪ ডিসেম্বর সকালে সহকারী শিক্ষক নিজাম উদ্দিন পক্ষের অনুপস্থিতিতে মৃত নুর হোসেনের ছেলে ওমর ফারুক, রুহুল আমিনের ছেলে রাব্বি মন্ডল,মৃত আইয়ুব আলীর ছেলে ইছাহাক মন্ডল,রাজা মিয়াগংরা জোরপূর্বক ভাবে,বর্তমানে গাইবান্ধা শহরে বসবাসরত সহকারী শিক্ষক নিজাম উদ্দিন মন্ডলের ৪টি বড় আমের গাছ কর্তন করে গাছের ডাল-পালা বাড়ীতে নিয়ে যায়। এ ঘটনার পর ক্ষতিগ্রস্থ শিক্ষক নিজাম উদ্দিন মন্ডল বিচার চেয়ে থানায় অভিযোগ করেছেন।