
দিনাজপুরে এক মাদক কারবারি গ্রেফতার
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, দিনাজপুর কর্তৃক বড়দিন উপলক্ষ্যে মাদকের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি: বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের বড়পুল এলাকায় একটি বাড়িতে তল্লাশী করে ষষ্ঠীতলা মোড়ের স্থায়ী বাসিন্দা মো: মুন্না মল্লিক এর পুত্র মো: ইমরান হোসেন ওরফে ইমন (২২)-কে ৬০০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল এবং মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।