
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে নুনিয়াগাড়ী সরকারি বিদ্যালয়ের পাশে শ্রী গোপাল চন্দ্রের (MMB) নামক ইট ভাটায় একাধিকবার নাম মাত্র অভিযান পরিচালনা করে লক্ষ্য টাকা জরিমানা আদায় ও ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে বছর বছর দেখানো অভিযান পরিচালনা হলেও বন্ধ হয়নি উক্ত অবৈধ ইটভাটার কার্যক্রম।
এ ইটভাটাটি বন্ধে একাধিকবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হলেও বার বার আইন অমান্য করে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছে। স্থানীয় ও জেলা প্রশাসন দেখেও দেখছেনা,ম্যানেজ প্রক্রিয়ায় দেখানো অভিযান করে পরিবেশ ও স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিবছর এ ইটভাটাটি বন্ধের দাবী উঠে আসলেও ম্যানেজ প্রক্রিয়ায় ইটভাটাটি বিদ্যালয়ের পাশে থেকে যায়।
গত ২৩ ডিসেম্বর সকাল দশটার দিকে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তফাদার এর নেতৃত্বে উক্ত ইটভাটায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানে পাশে পরিচালনা করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়, এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ অভিযান ও নির্দেশনাকে বৃদ্ধাআগুলি দেখিয়ে অভিযানের পরের দিন ২৪ ডিসেম্বর হতে উক্ত ইটভাটায় ইট তৈরি ও পুড়ানোর কাজ চলমান রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনগণ দাবী করেন বার বার ইটভাটার বিরুদ্ধে অভিযোগ তুলে আমাদের হয়রানি হতে হয়, তাই আমরা ইটভাটা রেখে নুনিয়াগাড়ী সরকারি বিদ্যালয়টি ও আমাদের বসতবাড়ী অন্যত্র সরিয়ে নেওয়ার দাবী জানাচ্ছি।
পলাশবাড়ীর উপজেলার সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ দাবী করেন একাধিবার মানববন্ধন করে ও প্রতিবাদ জানিয়ে উক্ত অবৈধ ইটভাটা সরানো সম্ভব হয়নি, ম্যানেজ প্রক্রিয়ায় ও দেখানো অভিযানে আবারো ইটভাটাটি পুর্ণোজীব্বিত হয়। সেখানে স্থানীয়রা উপায় না পেয়ে বিদ্যালয় ও বসতবাড়ী অন্যত্র সরিয়ে নিতে বলবে এটাই তো স্বাভাবিক।
অভিযানের পরবর্তীতে ভাটা মালিকের এহেন কান্ডের ব্যাপারে জানতে চাইলে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তফাদার জানান,বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান জানান, অভিযানের পর ভাটাটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। আইন অমান্য করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে নুনিয়াগাড়ী সরকারি বিদ্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে তোলা শ্রী গোপাল চন্দ্রের (MMB) ইটভাটাটিতে অভিযান পরিচালনা করে জরিমানা ও ইটভাটা সরিয়ে নিতে মুচলেকা দিয়েও এবছর ভাটাটিতে কার্যক্রম চলমান রেখেছেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024