গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকায় ব্রহ্মপুত্র নদে বালুমহাল পুনঃবহালের দাবিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে এ স্মারকলিপি প্রদান করেন কামারজানির এলাকার বাসিন্দারা।
স্মারকলিপি প্রদান শেষে এলাকাবাসীর পক্ষে রানা মিয়া সাংবাদিকদের জানান, গাইবান্ধায় বালুমহাল খুবই জরুরি। জেলায় বালুমহাল না থাকার কারণে একদিকে যেমন এলাকার উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে অন্যদিকে অবৈধ বালু উত্তোলন বেড়ে গেছে। এলাকার উন্নয়নের স্বার্থে বালুমহাল খুবই জরুরি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সদর উপজেলার কামারজানি ও সুন্দরগঞ্জ উপজেলার চর-চোরতাবাড়ী এলাকায় ব্রহ্মপুত্র নদের দুটি পয়েন্টে জেলা প্রশাসক স্বাক্ষরিত বালুমহাল ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হয়। এরই প্রতিবাদে এলাকার একটি মহল বালু উত্তোলন ও সরকারি বালুমহাল বন্ধে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেই বালুমহাল পুনঃবহালের দাবিতে আরেক পক্ষ এ স্মারকলিপি প্রদান করে।