গাইবান্ধা প্রতিনিধি
অসহায় দুস্থ গরীব মানুষের মধ্যে প্রবীণ হিতৈষী সংঘ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে নাহিদ ফাউন্ডেশনের সহযোগিতায় সংগঠন কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মো. মোজাহারম্নল মান্নান, সহ-সভাপতি এটিএম ফরহাদ হোসেন বিজু, সেক্রেটারী এস.এম মনছুর আলী, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান দুদু, সদস্য আনিসুল হক দুলু, অ্যাড. শামসুল আলম প্রধান, নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা রকিবুল হক চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জেলার গরীব অসহায় দুস্থ ৬০০ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও কম্বল বিতরণ করা হবে।