আহসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালি সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ সোহানের সভাপতিত্বে ও সদস্য সচিব পারভেজ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান সুইট বকসি, আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন কবিরসহ অন্যারা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব বৃহত ছাত্র সংগঠন। এতদিন স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।