মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিঊশন মেডিসিন বিভাগে সফটওয়্যার ব্যাজড অনলাইন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার(১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় ট্রান্সফিঊশন মেডিসিন বিভাগে সফটওয়্যার ব্যাজড অনলাইন সিস্টেমের ফিতা কেটে উদ্বোধন করা হয়।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেখ সাদেক আলী প্রধান অতিথি হিসেবে ট্রান্সফিঊশন মেডিসিন বিভাগে সফটওয়্যার ব্যাজড অনলাইন সিস্টেমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এ.টি.এম. নুুরুজ্জামান, সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ শ্যামলী সাহা,ট্রান্সফিউশন বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এ.বি.এম. কামরুল হাসান, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ ইসরাত শারমিন,নিউরোসাজার্রি বিভাগের সহ-অধ্যাপক ডাঃ মোঃ সারোয়ার মুর্শেদ আলম,সাজার্রি বিভগের ডাঃ শফিক ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রান্সফিঊশন মেডিসিন বিভাগের ল্যাব ইনচার্জ মোঃ তানভীর চৌধুরী,মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব.) মোঃ আবুল কালাম আজাদ, মোঃমোস্তফা হাবীব, সজল কুমার ঘোষ, মোঃ কাফি আল মাহমুদ সহ অত্র বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
ডাঃ এ.বি.এম. কামরুল হাসান বলেন, আজ থেকে আমাদের ট্রান্সফিঊশন মেডিসিন বিভাগের সকল কার্যক্রম পরিচালিত হবে অনলাইনে। এতে করে আমরা রোগী এবং ডোনারের সকল তথ্য এক ক্লিকেই দেখতে পাওয়া যাবে। আর সকল মানি রিসিট অনলাইনে হওয়ার কারণে,এক ক্লিকেই খুব সহজেই বের করা যাবে।এতে করে ডোনার ও রোগীদের সময় সাশ্রয় হবে এবং সকল রেকর্ড খুব সহজেই জানা যাবে। যাতে করে দুর্নীতি করার কোন সুযোগ থাকবেনা।