
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার

-এই প্রতিপাদ্য নিয়ে ২ শে জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা হলরুমে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ে আয়োজনে মুক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোবিন্দগঞ্জ উপজেলা সাখার সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদ , পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন বাবলু চৌধুরী, সালমারা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পলাশ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আর এস রাশেদ, মামুন, মোস্তাকিন, শুভ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দের নিয়ে ওয়াকাথন খেলা অনুষ্ঠিত হয়, মুক্ত আড্ডা আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে সান্ত্বনা পুরস্কার দেওায়া হয়।