আহসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ জানুয়ারি শনিবার রাতে এতিম অসহায় দুঃস্থ শ্রমজীবী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর মকবুলিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, নাকবাড়ী মদিনাতুল হুদা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর নরানী হাফেজিয়া মাদ্রাসা এবং বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গুচ্ছ গ্রাম, উত্তর মন্দুয়ার গুচ্ছ গ্রাম সহ বিভিন্ন ইউনিয়নের রাস্তায় শীতের মাঝে খেটে-খাওয়া অসহায় দুঃস্থ শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ আল হাসান, সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জসীমউদ্দিন ও সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক।