শফিকুল ইসলাম সাগর, সাব এডিটর:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি ফেসবুক আইডি থেকে অশ্লীল ও হেয় প্রতিপন্ন করে পোস্ট দেয়ার প্রতিবাদে ৪ জানুয়ারি/২৫ ইং শনিবার রাত সাড়ে দশ টায়, তিনি জরুরি সাংবাদিক সম্মেলন করেন। তাঁর স্বাক্ষরিত প্রেস রিলিজ টি ধাপেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে পাঠ করেন।
আমি মোঃ মাসুদ রানা প্রামানিক, ধাপেরহাট বিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার Masud Rana Pramanik নামে একটি ফেসবুক আইডি ছিলো, যা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করি না।
আমার পূর্বের অব্যবহৃত Masud Rana Pramanik নামের ফেসবুক আইডিটি হ্যাক করে, ‘‘ ধাপেরহাট ক্রাইম রিপোর্ট’’ নামের একটি ফেসবুক আইডি থেকে অশ্লীল মন্তব্য সহ ছবি পোষ্ট করছে। এতে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল আমার পূর্বে ব্যবহৃত আইডিটি হ্যাক করে আমার নামে বিভিন্ন অশ্লীল ছবি ও লেখা পোষ্ট করে যাচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে।
তাই উক্ত Masud Rana Pramanik নামের আইডিটির সাথে বর্তমানে আমার কোন সর্ম্পক নাই। বর্তমানে আমি Md Masud Rana Pramanik Pramanik নামে নতুন ফেসবুক আইডি ব্যবহার করছি।
যারা আমার নাম ব্যবহার করে সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করিব।
৪ জানুয়ারি/২৫ ইং শনিবার রাত সাড়ে দশ টায় আমি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ‘‘ধাপেরহাট প্রেস ক্লাবে’’ স্বশরীরে উপস্থিত হয়ে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।