
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকার বরট্ট (আদিবাসীপাড়া) গ্রামের আদিবাসী নারী ফিলোমনা হাসদা নারীকে মারধর ও বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ড. ময়নুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

পত্রে বলা হয়েছে, রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে সংগঠন বিরোধী কার্যকলাপের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের সদস্যপদসহ সকল ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার বিএনপি নেতা রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়নের চাপড়া পাড়ার আব্দুল হাকিম মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী যে কেউ, যে কোনো অপকর্মে জড়িয়ে পড়লে তাকে দলে রাখা যাবে না। সে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, দলের নুন্যতম শৃঙ্খলা ভঙ্গ ও অরাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
অপরদিকে, উক্ত ঘটনার প্রতিবাদে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ যৌথভাবে গাইবান্ধায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দল সিদ্ধান্ত নিতেই পারে। তবে ঘটনার সত্যতা যাচাই করা উচিৎ ছিল। এ বিষয়প আমি প্রতিবাদ জানাবো।
স্থানীয় দলীয় নেতাকর্মীরা বহিষ্কারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, সংগঠনের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে বহিষ্কারের ঘটনায় রাজাহার ইউনিয়নসহ গোটা উপজেলায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারী) রাজাহার ইউনিয়নের রাজাবিরাট বরট্ট গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সুন্দর মন্ডলের স্ত্রী ফিলোমিনা হাসদা (৫২) ও তার পরিবারের ওপর হামলা, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ফিলোমিনা হাসদার বড় ছেলে জুলিয়াস সরেন বাদি হয়ে গতকাল শনিবার চেয়ারম্যান রফিকুলসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রোববার রফিকুল ইসলামকে বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি) থেকে বহিষ্কার করা হয়।