
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এসএস একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কেটে এসএস একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
পাটগ্রাম সরকারি কলেজের শারীরিক শিক্ষক তারিফ হোসেনের সঞ্চালনায় ও এসএস একাডেমির উপদেষ্টা মঞ্জুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএস একাডেমির প্রধান উপদেষ্টা ও হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল।
এসময় আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমরান আলী, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজিজার রহমান, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মহেশ্বর বর্মন প্রমুখ।