গাইবান্ধা প্রতিনিধি
অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বুধবার বিকেলে বিচার বিভাগ, গাইবান্ধার আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মারুফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কুদরাত-ই- খোদা, প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, পলাশবাড়ীর এরিয়া ম্যানেজার মোঃ সিদ্দিকুল আলম মৃধা ও গাইবান্ধার এরিয়া ম্যানেজার মোঃ রিপন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোছা: মাসুমা খানম যুথি। অতিথিরা প্রশিকার এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, সংস্থাটি ১৯৭৬ সাল থেকে অসহায় দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় সমগ্র বাংলাদেশে আর্থিক কর্মসূচির পাশাপাশি লিগ্যাল এইড সহায়তা, দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, বুনিয়াদি প্রশিক্ষণ, শিক্ষা, মাদক মুক্ত যুব সমাজ গঠন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, প্রতিবন্ধী উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাসত্মবায়ন করে আসছে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024