
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধর গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চারমিং ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জননেতা সানোয়ার হোসেন দিপুর সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নওরেজ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপুকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি বিমল কুমার সাহা বৈদ্যকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি বিমল কুমার সাহা বৈদ্য, প্রধান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান,গোবিন্দগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি জাইদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী রাহেনুল ইসলাম জুয়েল,বিশিষ্ঠ ব্যবসায়ী প্রকাশ কুমার গুপ্ত, মামুনুর রশিদ মামুন,গোলাম মোস্তফাসহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।