মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার(দিনাজপুর)
সোহরাই হল ফসল কাটার উৎসব। একে গরুর উৎসবও বলা হয়। এটি ফসল কাটার পরে উদযাপিত হয়। গৃহপূজা এবং ফসলের উৎপাদনের সঙ্গে যে সব পশু জড়িত তাদের পূজা করা এই পরবের মুখ্য উৎসব। সাঁওতাল আদিবাসীদের সহরাই পরব আন্তর্জাতিকভাবে এক সঙ্গে পালিত হচ্ছেও বলে জানান তারা।
১১ জানুয়ারি শনিবার দিনাজপুর সদর উপজেলার খোসালপুর স্কুলমাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন দিনাজপুরের সহযোগিতায় এবং দিনাজপুর মাঞ্জহি বাবাগণ ও বাংলাদেশ সৗরি ধরম গাঁওতা সদর উপজেলা কমিটির আয়োজনে দিনব্যাপী সাঁওতালদের সহরায় পরব উৎসব পালিত হয়।পূজার্চনা ও আলোচনা সভা শেষে শিল্পীরা আদিবাসী নৃত্য পরিবেশন করেন। প্রতি বছর পৌষ পার্বণের শুরুতে দেব-দেবীর কাছে নিজেদের মধ্যে সুখ-শান্তি-সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় পূজা অর্চণাসহ নানা কর্মসূচি পালন করেন তারা।