
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজ্জাখালী গ্রাম থেকে শামসুল আলম ১০পিস ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করে পুলিশে।
গ্রেফতারকৃত শামসুল আলম (২৪) ইউনিয়নের নোয়াপাড়া বাঘের বাড়ীর ইসমাইল হোসেনের ছেলে।
এছাড়াও অপর এক অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন উপজেলার মোহাম্মদপুর ইউপির মাইজ্জাখালী ব্রীজ এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সামছুল আলম (২৪) কে গ্রেফতার করা হয়। এ সময় আসামির শরীর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে চাটখিল থানার মামলা করা হয়েছে, মামলা নং- ৫, তাং- ১১/০১/২৫ ইং।
তিনি আরো বলেন মাদক, অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়।
ফিরোজ উদ্দিন বলেন গ্রেফতারকৃত আসামিদেরকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।