
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা শহরের মধ্যপাড়া ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশের আবাসিক এলাকায় সদর থানার এসআই আব্দুর রহমানের সহযোগিতায় দীর্ঘদিন ধরে রাশিদা বেগম নামে এক মহিলা অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে এলাকাবাসির উদ্যোগে রোববার সকালে শহীদ সহরাওয়ার্দী সড়কের মধ্যপাড়ায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, ডা. কিংশুক ভট্টাচার্য, শ্রমিক নেতা চঞ্চল সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, রাশিদা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কাজের সাথে লিপ্ত রয়েছে। এ নিয়ে রাশিদাকে একাধিকবার সচেতন করা হলেও তিনি কোনো কর্ণপাত করেন নাই। এ ঘটনার প্রতিবাদ করায় রাশিদা বেগম উল্টো মহিবুর রহমান রাব্বী, কার্তিক প্রসাদসহ অজ্ঞাত ৬ ব্যক্তির বিরুদ্ধে পিবিআই পুলিশের কাছে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মহিবুর রহমান রাব্বীকে গ্রেফতার করা হয়। বক্তারা আরও বলেন, রাশিদার কারণে এলাকাসহ বিভিন্ন জায়গার যুবকরা তার বাড়িতে এসে অসামাজিক কাজসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। ফলে উঠতি বয়সের যুবকরা ধংসের দিকে ধাবিত হচ্ছে। তাই জরুরী ভিত্তিতে এলাকা থেকে রাশিদা বেগমকে উচ্ছেদ এবং রাব্বীকে মুক্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। শুধু তাই নয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে এলাকা থেকে উচ্ছেদ করা না হলে এলাকাবাসীর উদ্যোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024