
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট আদিবাসী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

রবিবার (১২ জানুয়ারী ) বিকালে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা আগুনে পুড়ে যাওয়া ফিলোমিনা হাজদার বসত-বাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা, উপ-পরিদর্শক ইসাহাক প্রমুখ।
পরিবারটি খুবই হত-দরিদ্র হওয়ায় তাদের বসত-বাড়ি পুনঃনির্মাণের জন্য ঢেউ টিন সহায়তার আশ্বাস প্রদান করেন।