
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা পরিষদ প্রদত্ত খেলার সামগ্রী দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার উপজেলার কামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সব খেলার সামগ্রী বিতরণ করা হয়।
ঘোড়াঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহফুজার রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানসেন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রার্থমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ সরকার।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা আকতার, তিরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, সহকারী শিক্ষক দেলোয়ারা বেগম, মাহফুজার রহমান, ছফুরা আকতার, তাজনাহার বানু প্রমুখ।